Zakir Us Salam

মহামারীর মহাদুর্যোগে, যুগ যুগের ভয়ঙ্কর ভণ্ডামির, সময় অসময়ের সন্ধিক্ষনে, ক্ষনিকের প্রেরণা-

প্রেয়সীর হাতে, সন্তানের অস্তিত্বে , পিতা মাতার আবেগে, আপন পর সকলের ভরসার ভারহীন

স্পর্শে –

হাতে হাত, একই হাতে একতা,

ভাবনার গহীনে, গহন অরণ্যে , অন্তরে অন্তরে আন্তরিকতার অন্তে, লাল সূর্য্যের

গোলাকার সম্ভাষণই হলো আশা ,

আমার বেঁচে থাকা –

In the catastrophe of an epidemic, The terrible hypocrisy of the ages, At the crossroads of time and timelessness,

fleeting motivation-

In the hands of the beloved, in the existence of the child, in the emotion of both father and mother, everyone is pushed by a weightless Touch –

Hand in hand, unity as one hand,

In the depths of thought, in the deep forest, in the heart of sincerity,

in the red sun’s Circle hope greets me,

My Survival –

Zakir

Artwork: Study Painting  for hope

‘Study Painting  for hope- 1’
Media: emerald , red pink stone powder,gold leaf, gelatin glue on canvas,   
Size: 53 x 45.5 cm,
Year: 2020