![]()
Professor Syed Manzoorul Islam
The Tenacity of Hope: Art in the time of the Pandemic
The new coronavirus pandemic began as a global health crisis but soon became a threat to all human pursuits –from day to day routines to education, from work habits to time honored social practices. It sent people into seclusion and world economies into a free fall. The pandemic created widespread panic as people had no clue how to handle it. It caused massive dislocations in plans that families, institutions and states had so meticulously put in place. Weddings, holiday trips, art exhibitions, export orders and sports events were postponed or cancelled; unemployment, substance abuse and domestic violence increased, and classrooms, workplaces and television talk shows turned virtual. The pandemic is supposed to have ushered in the era of the new normal, but we are yet to understand the full extent of its impact on our individual and collective lives. A few months into the pandemic, we realized how stressful our lives had become and how much of despair we all had been through. Even after some countries have been able to flatten the curve of the pandemic, not everything has been back to the old normal.
![]()
শিশির ভট্টাচার্য্য
এই যে করোনাকাল চলছে… এ এক অদ্ভুত সময়। আমাদের অভিজ্ঞতার বাইরে। করোনাসংক্রমিত না হয়ে বেঁচে থাকাটাই যেন আর্ট।
যুদ্ধ-অবস্থা, জরুরি অবস্থায় কারফিউ-এ ঘরে থাকা, ঘরের আলো যাতে বাইরে থেকে বা আকাশ থেকে না দেখা যায়, তেমন রাতযাপনের অভিজ্ঞতা আছে, মুক্তিযুদ্ধে ব্রাশফায়ার করে মেরে ফেলা দেখার অভিজ্ঞতা আছে… এমন অনেক উদাহরণ হতে পারে; কিন্তু কোভিড-১৯, করোনা ভাইরাস, লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, ভেন্টিলেশন ইত্যাদি শব্দ এবং তাদের প্রতিক্রিয়া পুরোটাই নতুন এবং অদ্ভুত। যেন মানুষের সমস্ত সভ্যতা, নানা আবিষ্কার, শিল্প-সংস্কৃতি, হাতের মুঠোয় নিয়ে আসা গোটা পৃথিবী, স্যাটেলাইট কার্যক্রম, সূর্যের আলো, প্রকৃতির সৌন্দর্য, ঋতুবৈচিত্রময়, রাতের আকাশ, চাঁদ-তারা সবকিছু কেমন যেন বোধশূন্য নিরর্থক মনে হতে থাকল। ঠিক এমন একটি সময়ে ‘FUTURE OF HOPE’ কথাটা শুনলাম। প্রায় হোপলেস পর্যায়ের ‘হোপ’ এবং তার ‘ফিউচার’ নিয়ে চিন্তাভাবনা সৃষ্টিশীল মানুষের পক্ষেই করা সম্ভব।
DURJOY BANGLADESH FOUNDATION (DBF) বাংলাদেশের শিল্পীদের দৃষ্টিভঙ্গি এবং প্রকাশভঙ্গি বিকাশের আন্তর্জাতিক ‘PLATFORM’, যার কর্ণধার দুর্জয় রহমান জয়। বর্তমানে আমেরিকা-অবস্থানকারী শিল্পী বিপাশা হায়াত ও দুর্জয়ের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে, অবাক বিস্ময় নিয়ে ‘Future of Hope’ প্রজেক্টে আমার মতো করেই যুক্ত হলাম।